স্বামী মারা যাওয়ার পর নাজমা বেগম চার সন্তানকে নিয়ে দুর্বিষহ দারিদ্র্যের কবলে পড়েন। তখন তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শে একটি প্রতিষ্ঠান থেকে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে তাদের নিকট থেকে ঋণ নিয়ে 'বিউটি লেডিস টেইলার্স' স্থাপন করেন। বর্তমানে সে ৫টি সেলাই মেশিনের মালিক। তার দোকানে ৪ জন কর্মচারী কাজ করছে। নাজমা বেগমের সুনাম চারদিকে ছড়িয়ে পড়লেও এবং ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও টাকার অভাবে সে তার ব্যবসায় সম্প্রসারণ করতে পারছেন না।
ক) সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন কী?
খ) নট্রামস-এর কার্যক্রম ব্যাখ্যা করো।
গ) নাজমা বেগম কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন? বর্ণনা করো।
ঘ) দেশের দারিদ্র্য দূরীকরণে নাজমা বেগমের ভূমিকা মূল্যায়ন করো।