মাহবুব এবং তার বাল্যবন্ধু মাসুদ বাঁশ ও বেতের বিভিন্ন সামগ্রী তৈরি ও বিক্রয় করে বেশ সচ্ছল জীবনযাপন করছিলেন। বন্ধু মাসুদের পরামর্শে মাহবুব তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গাড়ী পালন শুরু করেন এবং তিনি গাভী পালন ও গবাদিপশু চিকিৎসার ওপর একটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। মাহবুব তার কর্মপরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করেন। এখন তিনি পরিবার-পরিজন নিয়ে বেশ সম্মানজনক ও সচ্ছল জীবনযাপন করছেন।
ক) BRDB কাদের প্রশিক্ষণ দিয়ে থাকে?
খ) 'সকল ব্যবসায় উদ্যোক্তা আত্মকর্মসংস্থানকারী কিন্তু সকল আত্মকর্মসংস্থানকারী ব্যবসায় উদ্যোক্তা নয়' কেন?
গ) বন্ধু মাসুদ মাহবুবের সিদ্ধান্ত গ্রহণে কী ভূমিকা রেখেছে?
ঘ) উদ্দীপকের আলোকে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।