জনাব মুবিন করিমগঞ্জের 'লোটাস' মোটরগাড়ি শো-রুমের মালিক। তিনি বিভিন্ন যন্ত্রপাতি চীন থেকে আমদানি করে তার শো-রুমে মোটরসাইকেল তৈরি করে বিক্রি করেন। অন্যদিকে, 'ওমেগো' ইলেকট্রনিক্স কোম্পানি বর্তমানে সর্বোচ্চ মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান। দেশের সর্বত্র ডিলার নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যবসায় পরিচালনা করছে এবং ডিলারগণ তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে বিভিন্ন শহরে অবস্থিত দোকানগুলোতে তৈরিকৃত পণ্য সরবরাহ করেন।
ক) বিপণন কাকে বলে?
খ) 'মেলামেশার ক্ষমতা' বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ? ব্যাখ্যা করো।
গ) জনাব মুবিনের ব্যবসায়ে কোন বণ্টন প্রণালিটি অনুসরণ করা হয়? ব্যাখ্যা করো।
ঘ) জনাব মুবিন ও ওমেগো কোম্পানির বণ্টন প্রণালি ভিন্ন হলেও তাদের কাজের প্রকৃতি একইরকম মূল্যায়ন করো।