সালাম সাহেব নরসিংদীর চিনিশপুরে হাঁস-মুরগির খাবার উৎপাদনের জন্য ‘সালাম পোলট্রি ফিড ইন্ডাস্ট্রি' স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য প্যাকেটজাত করে গুদামে সংরক্ষণ করেন এবং পরে পাইকারদের নিকট বিক্রয় করেন। কাঁচামাল আনয়ন ও পণ্য সরবরাহের জন্য তিনি নিজস্ব মোটরভ্যান ব্যবহার করেন। ব্যবসায়টি নতুন হওয়ায় তার পণ্য সম্পর্কে ভোক্তাদের ধারণা নেই। ফলে বিক্রয় কম হয়।
ক) বিপণন কী?
খ) বিপণন কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করে?
গ) উৎপাদিত পণ্য বিপণনে সালাম সাহেব কোন বণ্টন প্রণালিটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
ঘ) বিক্রয় বৃদ্ধির জন্য জনাব সালামকে কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে? বর্ণনা করো।