মি. ঈমন তাঁতপল্লী থেকে কাপড় কিনে ব্যবহারকারীদের কাছে সুলভ মূল্যে বিক্রি করেন। তিনি তার সুমিষ্ট হাসি দিয়ে ক্রেতাদের মন জয় করেন। অনেক ক্রেতা তাকে অগ্রিম অর্থ পরিশোধ করে। সেক্ষেত্রে তিনি আত্মবিশ্বাসের সাথে যথাসময়ে কাপড় উত্ত ক্রেতার কাছে পৌছে দেন।
ক) বিজ্ঞাপন কী?
খ) ভোক্তা বিশ্লেষণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
গ) মি. ঈমনের ক্ষেত্রে কোন বণ্টন প্রণালি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ) মি. ঈমনকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন করো।