খুলনার আতিক সাহেব ঢাকার ২টি ইলেকট্রনিকস কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হোন। তাদের উৎপাদিত বিভিন্ন দামের টিভি, ফ্রিজ ইত্যাদি নিজ এলাকায় বিক্রয় করেন। তিনি পরিবারবর্গ নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে মেলার আশপাশে দেশীয় কোম্পানির সাথে বিদেশি কোম্পানির টিভি, ফ্রিজ ইত্যাদি পণ্যের বড় বড় সাইনবোর্ড দেখতে পান। মেলায় বিভিন্ন কোম্পানির পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত একটি করে কাগজ দেখতে পান। প্রতিটি কাগজে লেখা ছিল 'দেশীয় পণ্য কিনে হোন ধন্য।'
ক) বিক্ৰয়িকতা কী?
খ) বিপণনের কোন কাজটি দ্বারা পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ) বণ্টন প্রণালিতে আতিক সাহেবের অবস্থান দেখাও।
ঘ) উদ্দীপকে ব্যবহৃত বিজ্ঞাপনের মাধ্যমগুলোর তাৎপর্য মূল্যায়ন করো।