পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস:
পদ্ধতি-১: $1s^{2} \quad 2s^{2} 2p^{6} \quad 3s^{2} 3p^{6} 3d^{1}$
পদ্ধতি-২: $1s^{2} \quad 2s^{2} 2p^{6} \quad 3s^{2} 3p^{6} \quad 4s^{1}$
ক) মৌল কাকে বলে?
খ) নাইট্রোজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় কর।
ঘ) উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতিটি সঠিক বলে তুমি মনে কর? তোমার উত্তরের স্বপক্ষে যথাযথ যুক্তি উপস্থাপন কর।