রফিক মিয়া একজন ফুল ব্যবসায়ী। তিনি সারা বছরই বিভিন্ন ফুলের চাষ করেন। বর্তমানে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে টিউলিপ ফুলের চাষ শুরু করেন। উক্ত ফুলের মান ঠিক রাখতে বিক্রয়ের সময় ফুলের অংশে পলিপ্যাক ব্যবহার করেন। ফলে তার উৎপাদিত ফুলের চাহিদা ও বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়।
ক) বিক্রয়িকতা কী?
খ) কোন প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয় ব্যাখ্যা করো।
গ) বণ্টন প্রণালিতে রফিক মিয়ার অবস্থান বর্ণনা করো।
ঘ) টিউলিপ ফুল চাষে রফিক মিয়ার কার্যক্রম বিপণনের কার্যাবলির আলোকে মূল্যায়ন করো।