হয় কন্যা সন্তানের জনক আলতা মিয়া। একটি পুত্র সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করার পর এ ঘরেও দুটি কন্যা সন্তান হয়। এ জন্য তিনি স্ত্রীদের সবসময় দোষারোপ করেন। তার বড় মেয়ে বিজলির বয়স ১৫ বছর। সে ইদানীং সব বিষয়ে কৌতূহলী এবং ঝুঁকিপূর্ণ বিষয়ে আগ্রহী। এ নিয়েও আলতা মিয়া সবসময় দুশ্চিন্তায় থাকেন।
ক) নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে?
খ) প্লাটিপাস জীবন্ত জীবাশ্ম- ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে উল্লিখিত বিজলির আচরণের কারণ ব্যাখ্যা করো।
ঘ) স্ত্রীদের প্রতি আলতা মিয়ার এ ধরনের আচরণ সম্পূর্ণ অযৌক্তিক- বিশ্লেষণ করো।
নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে?
প্লাটিপাস জীবন্ত জীবাশ্ম- ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত বিজলির আচরণের কারণ ব্যাখ্যা করো।
স্ত্রীদের প্রতি আলতা মিয়ার এ ধরনের আচরণ সম্পূর্ণ অযৌক্তিক- বিশ্লেষণ করো।