আলেয়ার বয়স ১১ বছর। তার মা তার কিছু শারীরিক ও আচরণগত পরিবর্তন লক্ষ করলেন। অন্যদিকে তার বাবা ১৬ বছরের বড় বোনকে বিয়ে দিলেন। কিছুদিন পর তার বড়বোন গর্ভবর্তী হলো।
ক) একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো।
খ) টেস্টটিউব বেবি বলতে কী বোঝায়?
গ) আলেয়ার কী কী মানসিক পরিবর্তন হতে পারে? ব্যাখ্যা করো।
ঘ) উল্লিখিত অবস্থায় বড় বোন কী কী সমস্যায় পড়তে পারে বলে তুমি মনে করো? যুক্তি-সহ লেখো।