মিজান সাহেবের জমিতে ফসল কম হওয়ায় কৃষি কর্মকর্তার পরামর্শে জমিতে বিশেষ কিছু লবণ ব্যবহার করে ভাল ফসল পেল। অপরদিকে মৎস্য খামারী খায়রুল সাহেবের পুকুরে পানি ঘোলা হওয়ার কারণে মৎস্য কর্মকর্তার পরামর্শে পুকুরে চুন প্রয়োগ করে আশানুরূপ ফলাফল পেল।
ক) খাবার সোডার রাসায়নিক সংকেত লেখো।
খ) মিথেনকে এসিড বলা হয় না কেন?
খাবার সোডার রাসায়নিক সংকেত লেখো।
মিথেনকে এসিড বলা হয় না কেন?