(i) লবন সেতু দ্বারা তৈরি দুটি তড়িৎদ্বার $\mathrm{Zn}(\mathrm{s})\left|\mathrm{Zn}^{++}_{(aq)} \| \mathrm{Cu}^{++}_{(aq)}\right| \mathrm{Cu}_{(s)}$ (ii) ক) $\mathrm{SO}_{2}+\mathrm{O}_{2} \leftrightharpoons 2 \mathrm{SO}_{3}$ (তাপোৎ্পাদী) খ) $\mathrm{H}_{2}+\mathrm{Br}_{2} \leftrightharpoons 2 \mathrm{HBr}$
ক) রাসায়নিক সাম্যবস্থা কাকে বলে?
খ) (i) নং এর দুটি রাসায়নিক পরিবর্তন সাম্যাবস্থার পর তাপমাত্রা ও চাপ পরিবর্তনের বর্ণনা করো।
গ) S.T.P. তে একটি যৌগের ঘনত্ব 3.5758 গ্রাম/লিটার। যৌগটির আণবিক ভর নির্ণয় কর। সম্ভাব্য আণবিক সংকেত নির্ণয় কর।
ঘ) উদ্দীপকে (i) নং এ উল্লেখিত ধাতুর তড়িৎদ্বারের পরোক্ষ সংযোগ বিদ্যুৎ শক্তি কীভাবে উৎপাদন করবে বর্ণনা কর।