তড়িৎ বিশ্লেষণ করার জন্য একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে ব্রাইন নেওয়া হলো।
ক) তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে?
খ) তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ব্যাখ্যা করো।
গ) উল্লেখিত কোষে অ্যানোডে গ্রাফাইট দন্ড ক্যাথোড pt ব্যবহার করে কী উৎপাদন পাওয়া যাবে বর্ণনা করো।
ঘ) উক্ত কোষে ক্যাথোডে মারকারি ব্যবহারে একই উৎপাদ পাওয়া যাবে কি- তোমার মত ব্যাখ্যা করো।