মি. আজাদ পাইকারি বাজার থেকে পণ্য কিনে এনে তার দোকানে বিক্রি করেন। বিক্রি বাড়ানোর লক্ষ্যে তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করেন। যেমন পণ্যে ছাড় দেন, উপহার সামগ্রী প্রদান করেন, পণ্যসজ্জার ব্যবস্থা করেন। তার দোকানে যেসব পণ্য পাওয়া যায় তার গুণাগুণ, বৈশিষ্ট্য প্রভৃতি লিখে কিছু লিফলেট জনবহুল এলাকায় বিলি করেন।
ক) বিপণন কাকে বলে?
খ) ভোক্তা বিশ্লেষণ কী? ব্যাখ্যা করো।
গ) বণ্টন প্রণালিতে মি. আজাদের অবস্থান কোথায়? ব্যাখ্যা করো।
ঘ) বিক্রি বাড়ানোর লক্ষ্যে মি. আজাদের গৃহীত পদক্ষেপের যথার্থতা মূল্যায়ন করো।