জনাব আলম একজন আমদানিকারক। তিনি চীন থেকে বিশেষ ধরনের নুডলস আমদানি করেন। তিনি পণ্যগুলোকে রঙিন পলিপ্যাকে প্যাকেটজাত করেন। এই নুডলস রান্না করার পদ্ধতি সম্পর্কে এক মিনিটের একটি বিজ্ঞাপন চিত্র তৈরি করে তা প্রচারের ব্যবস্থা করেন। তার পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।
ক) পর্যায়িতকরণ কাকে বলে?
খ) বিক্ৰয়িকতা কী? ব্যাখ্যা করো।
গ) জনাব আলমের বিজ্ঞাপনের সর্বোত্তম মাধ্যমটি কী হতে পারে? ব্যাখ্যা করো।
ঘ) “একমাত্র বিজ্ঞাপনই জনাব আলমের বিক্রয় বৃদ্ধির কারণ”— উক্তিটির সত্যতা যাচাই করো।