জনাব হাসান তার প্রতিষ্ঠানে উৎপাদিত শিল্প পণ্য এক ধরনের মোটা কাগজ দ্বারা সুরক্ষিত রাখেন। বিক্রয়কেন্দ্রের একজন কর্মচারীর ব্যবহার খুব ভালো না হওয়ায় ক্রেতারা অন্য প্রতিষ্ঠানে যান। অপরদিকে জনাব মেজবাহের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য একটি শো-রুমে সুন্দর করে সাজিয়ে রাখেন। প্রতিষ্ঠানে রাফিদ নামে এমন একজন বিক্রয়কর্মী আছেন তিনি সকলের সাথে মিষ্টি ব্যবহার করেন। প্রতিষ্ঠানে কোনো বয়স্ক বা অসুস্থ লোক আসলে তাদের পণ্য আগে দেন। তাছাড়া কোন কোন পণ্য কী রকম বিক্রি হচ্ছে সেটা হিসাব করে পণ্য মজুদ রাখেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো যাতে ক্রেতাদের নজরে আসে সেগুলো সাজিয়ে রাখেন। পণ্য সম্পর্কে ক্রেতাদের কোনো প্রশ্ন থাকলে সহজে উত্তর দেন। এসবের জন্য প্রতিষ্ঠানটির সুনাম বাড়ছে।
ক) বিজ্ঞাপন কী?
খ) কোনটি সময়গত বাধা দূর করে? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে জনাব হাসানের কাজটিকে কী বলে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে জনাব মেজবাহের প্রতিষ্ঠানের রাফিদকে আদর্শ বিক্রয়কর্মীর আলোকে মূল্যায়ন করো।