জনাব রহমত একজন ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনকারী। তিনি তার উৎপাদিত পণ্যের ১৫ সেকেন্ডের একটি ভিডিও চিত্র বিজ্ঞাপন হিসেবে দেশের একটি সংবাদ মাধ্যমে নিয়মিত প্রচার করেন। তিনি উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য নিচের বণ্টন প্রণালি অনুসরণ করেন- ক-প্রক্রিয়া: উৎপাদনকারী → পাইকার → ভোক্তা খ-প্রক্রিয়া: উৎপাদনকারী → প্রতিনিধি বা এজেন্ট → ভোক্তা গ-প্রক্রিয়া: উৎপাদনকারী → প্রতিনিধি বা এজেন্ট → খুচরা বিক্রেতা → ভোক্তা
ক) বিপণন কী?
খ) 'স্বদেশী পণ্য কিনে হউন ধন্য'- উক্তিটি ব্যাখ্যা করো।
গ) জনাব রহমত পণ্য বিক্রির ক্ষেত্রে বিজ্ঞাপনের যে মাধ্যমটি ব্যবহার করেছেন তা ব্যাখ্যা করো।
ঘ) জনাব রহমতের উৎপাদিত পণ্য বিক্রির ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত কোন বণ্টন প্রণালি উপযুক্ত? তোমার মতামত দাও।