জনাব নাহিদের দোকানের পাশে একই ধরনের আরও একটি দোকান গড়ে ওঠায় বিক্রির পরিমাণ কমে যায়। বিক্রয় বাড়ানোর কৌশল হিসেবে জনাব নাহিদ দেখতে ভালো, সদালাপী এ রকম একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। কিছুদিন পর তার দোকানে বিক্রির পরিমাণ আগের অবস্থায় ফিরে আসে।
ক) পণ্যকে কীভাবে আকর্ষণীয় করা যায়?
খ) প্রমিতকরণ কী? ব্যাখ্যা করো।
গ) জনাব নাহিদ বিক্রয়কর্মী নিয়োগে কোন ধরনের গুণাবলির কথা বিবেচনা করেছেন? ব্যাখ্যা করো।
ঘ) বিক্রয় বৃদ্ধিতে জনাব নাহিদের পদক্ষেপটি মূল্যায়ন করো।