(i) কোনো সমান্তর ধারার ২৫ তম পদ ৯৯ এবং ৩১ তম পদ ১৩৫। (ii) একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ $\frac{1}{\sqrt{2}}$ এবং নবম পদ $\frac{1}{8 \sqrt{2}}$।
ক) ক. প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় কর।
খ) সমান্তর ধারাটির প্রথম ৪০টি পদের সমষ্টি নির্ণয় কর।
গ) গুণোত্তর ধারাটি নির্ণয় কর।