(i) একটি গুণোত্তর ধারার পঞ্চম ও দশম পদ যথাক্রমে $\frac{2 \sqrt{3}}{9}$ এবং $\frac{8 \sqrt{2}}{81}$ । (ii) $\mathrm{P}=9+7+5+\ldots+n;$ যেখানে $n \in \mathbb{N}$
ক) একটি সমান্তর ধারার ষষ্ঠ পদ যদি 55 হয়, তবে ধারাটির প্রথম 11টি পদের সমষ্টি নির্ণয় কর।
খ) (i) থেকে চতুর্থ পদ নির্ণয় কর।
গ) (ii) এ $P = -144$ হলে $n$ এর মান নির্ণয় কর। ঐ সংখ্যা গুলির বর্গের সমষ্টি নির্ণয় কর।