i) হাইড্রোজেন, ক্লোরিন এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত একটি যৌগে H = 0.995% Cl = 35.323% বিদ্যমান। যৌগটির আণবিক ভর 100.5।
(ii) 18g $MgCO_3$ এবং 15g লঘু HCl এর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে লবণ তৈরি করা হলো।
ক) স্থূল সংকেত কাকে বলে?
খ) 0.25 M NaOH দ্রবণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের (i) এ উল্লিখিত যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের (ii) নং বিক্রিয়ার মাধ্যমে 20g ধাতব লবণ তৈরি করতে হলে আরও বিক্রিয়ক যোগ করা প্রয়োজন কী-না গাণিতিকভাবে বিশ্লেষণ করো।