একটি যৌগে কার্বন ও হাইড্রোজেনের পরিমাণ যথাক্রমে 40% এবং 6.67%। যৌগ বাষ্পঘনত্ব 30। যখন কার্বন ডাই অক্সাইড গ্যাসকে কষ্টিক সোডা দ্রবণের মধ্য দিয়ে চালনা করা হয়, তখন একটি যৌগ উৎপন্ন হয় এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে এর 1.2 কেজিকে উত্তপ্ত করলে 253 লিটার গ্যাস পাওয়া যায়।
ক) সমাণু কী?
খ) সুপর অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা $-\frac{1}{2}$ ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের ‘A’ যৌগটির আনবিক সংকেত নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের দ্বিতীয় যৌগটি ক্ষার কি-না বিশ্লেষণ করো।