’X’ একটি যৌগ যার আণবিক ভর 90। ‘Y’ একটি মৌল যার যৌজনী স্তরের ইলেকট্রন বিন্যাস 2s$^{1}$।
ক) পোলার যৌগ বলতে কী বোঝ?
খ) জৈব যৌগের অসম্পৃক্ততা প্রমাণ করো।
গ) 15g ‘X’ যৌগকে বিশ্লেষণ করলে 0.33 g হাইড্রোজেন, 4g কার্বন, 10.67g অক্সিজেন পাওয়া যায়। ‘X’ যৌগটির সংকেত নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের ‘Y’ মৌলটি যে পর্যায়ের অন্তভুক্ত, উক্ত পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন বিশ্লেষণ করো।