জনাব হাছান একজন কৃষিবিদ। তিনি তার স্বল্পশিক্ষিত বন্ধু 'জনাব আজাদকে গরুর খামার করার পরামর্শ দেন। তিনি তাকে যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে বলেন। জনাব হাছানের পরামর্শ মতো জনাব আজাদ প্রশিক্ষণ নেন। তিনি কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজেদের অব্যবহৃত এক একর জমিতে গরু পালনের খামার প্রতিষ্ঠা করেন। সুষ্ঠুভাবে গরুর পরিচর্যার কারণে তার খামারের দিন দিন উন্নতি হচ্ছে।
ক) কর্মসংস্থানের প্রধান উৎস কোনটি?
খ) বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন?
গ) উদ্দীপকে জনাব আজাদের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ) জনাব আজাদের সফলতার ক্ষেত্রে আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।