সাবান দিয়ে কাপড় ধোয়ার সময় নাফিসা বাথরুমের মঝেতে সাদা বর্ণের অধঃক্ষেপ দেখতে পেল। সে লক্ষ করলো সাবান ক্ষয়ে যাচ্ছে কিন্তু পর্যাপ্ত ফেনা উৎপন্ন হচ্ছে না।
ক) পটাশিয়ামের ল্যাটিন নাম কী?
খ) উদ্ভিদ কর্তৃক ইউরিয়া সার গ্রহণের কৌশল ব্যাখ্যা করো।
গ) সাদা বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হওয়ার কারণ সমীকরণসহ ব্যাখ্যা করো।
ঘ) নাফিসা কী ব্যবস্থা গ্রহণ করে ঐ সমস্যা সমাধান করবে বিশ্লেষণ করো।