আলভীর বাসায় রাতে মেহমান আসবে। তাই সে সারাদিন বাড়ি পরিষ্কার করল এক ধরনের পাউডার দিয়ে এবং গ্লাস পরিষ্কার করতে ব্যবহার করল গ্লাস ক্লিনার।
ক) বেকিং পাউডার এর সংকেত লেখো।
খ) ডেসিমোলার দ্রবণের ব্যাখ্যা দাও।
গ) উদ্দীপকে উল্লিখিত গ্লাস ক্লিনারের মূল উপাদান পরীক্ষাগারে উৎপাদনের মূলনীতি লেখো।
ঘ) আলভীর বাসায় ব্যবহৃত পাউডার এর দাগ উঠানোর কৌশল বিশ্লেষণ করো।