চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি বাংলাদেশের অন্যতম সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যা N2 ও 3H2 গ্যাসের বিক্রিয়ায় X গ্যাস প্রস্তুত করে। X গ্যাসটি ঝাঁঝালো গন্ধযুক্ত যা HCl এর সাথে বিক্রিয়া করে সাদা ধোঁয়া উৎপন্ন করে।
ক) গ্লিসারলের সংকেত লেখো।
খ) Cr এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?
গ) X যৌগটিতে N ও H এর মধ্যে কী বন্ধন বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ) X যৌগটি হতে বেকিং পাউডার উৎপাদন সম্ভব। বিক্রিয়া উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।