ক্যালসিয়াম কার্বাইডের জলীয় দ্রবণ স্প্রে করে ফল পাকানো একটি ভয়ংকর অপরাধ।
ক) ইউরিয়ার সংকেত লেখো।
খ) অ্যালকিন সংযোজন বিক্রিয়া দিলেও অ্যালকেন কেন দেয় না?
গ) উদ্দীপকের রাসায়নিক পদার্থটির জলীয় দ্রবণে উৎপন্ন অজৈব পদার্থ দ্বারা যে পরিষ্কারক পদার্থ তৈরি হয় তা কীভাবে কাপড় পরিষ্কার করে বর্ণনা করো।
ঘ) উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন জৈব যৌগ থেকে কোনো ক্ষতিকর প্রভাব ছাড়া মিথেন প্রস্তুত করা যায় কিনা বর্ণনা করো।