একটি ত্রিভুজের ভূমি $\mathrm{a}=5$ সে.মি., ভূমি সংলগ্ন একটি সূক্ষকোণ $\angle \mathrm{x}=40^{\circ}$ এবং অপর বাহুদ্বয়ের অন্তর $\mathrm{b}=2$ সে.মি।
ক) প্রদত্ত তথ্যগুলোকে চিত্রে উপস্থাপন কর।
খ) ত্রিভুজটি অঙ্কন কর। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
গ) $\mathrm {'a'}$ কে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু এবং $\mathrm {'b'}$ কে অতিভুজ হিসেবে ধরে ত্রিভুজটি আঁক । [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]