দীপ্তির হাতে একদিন বিচ্ছু কামড় দিল। যন্ত্রণায় সে চিৎকার করতে লাগলো। এ অবস্থা দেখে তার ছোট ভাই এসে তাড়াতাড়ি টুথপেস্ট লাগিয়ে দিল। অন্যদিকে তার বাবা পেটের ব্যথায় অস্থির। তিনি সকাল বেলা ঘুম থেকে উঠে দুই গ্লাস কমলার রস পান করেন।
ক) দুর্বল এসিড কাকে বলে?
খ) লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলা হয়?
গ) দীপ্তির বাবার পেটের ব্যথার কারণ কী? ব্যাখ্যা করো।
ঘ) টুথপেস্ট দেওয়ার পর দীপ্তির শরীরে কী প্রতিক্রিয়া হতে পারে? বিশ্লেষণ করো।
দুর্বল এসিড কাকে বলে?
লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলা হয়?
দীপ্তির বাবার পেটের ব্যথার কারণ কী? ব্যাখ্যা করো।
টুথপেস্ট দেওয়ার পর দীপ্তির শরীরে কী প্রতিক্রিয়া হতে পারে? বিশ্লেষণ করো।