ফারজানা কয়েক বছর পর গ্রামের বাড়িতে বেড়াতে গেল। সে যখন তার দুই বছর বয়সী ভাইয়ের ছেলেকে লক্ষ্য করল তখন দেখতে পেল তার চোখের পাতা ফোলা এবং জিহ্বা লম্বা। ফারজানার কাছে ছেলেটি স্বাভাবিক মনে হলো না। পরবর্তী দিন গ্রামে ঘুরতে বেরিয়ে চাচার বাড়ি গেল। চাচীকে অসুস্থ অবস্থায় দেখতে পেল। ডাক্তার বলেছেন যে চাচীর লোহিত রক্তকণিকাগুলো কাস্তে আকার ধারণ করেছে। অন্যদিকে চাচাকে মানসিকভাবে ভারসাম্যহীন মনে হলো, যদিও তার বয়স মাত্র ৪৫ বছর।
ক) ক্রোমোজোম কাকে বলে?
খ) ডিএনএ টেস্ট কেন করা হয়?
গ) ফারজানার ভাইয়ের ছেলেটির রোগটি কী? ব্যাখ্যা করো।
ঘ) ফারজানার চাচা ও চাচীর রোগ দুটি কি বংশগত? যুক্তিসহ বিশ্লেষণ করো।
ক্রোমোজোম কাকে বলে?
ডিএনএ টেস্ট কেন করা হয়?
ফারজানার ভাইয়ের ছেলেটির রোগটি কী? ব্যাখ্যা করো।
ফারজানার চাচা ও চাচীর রোগ দুটি কি বংশগত? যুক্তিসহ বিশ্লেষণ করো।