গ্রীষ্মের ছুটিতে অর্ণব ঢাকার সাভারে কৃষি গবেষণা কেন্দ্রের খামারে গিয়ে দেখল যে, শসা, গাজর, টমেটো, বেগুনের গাছগুলো বেশ মোটা ও সতেজ। খুব বড় সাইজের শসা, বেগুন ও টমেটো দেখে অবাক হয়ে গেল। একটা পাকা টমেটো নিয়ে দেখল তার ফলত্বক বেশ মোটা। তখন সে কেন্দ্রের ভিতরে গিয়ে কর্মকর্তাদের কাছে জানতে পারল, এগুলো ট্রান্সজেনিক উদ্ভিদ।
ক) বর্ণান্ধতা কী?
খ) ডিএনএ টেস্ট বলতে কী বোঝায়?
গ) উদ্দীপকের উদ্ভিদগুলোতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?
ঘ) আমাদের দেশে কৃষি উন্নয়নে উক্ত প্রযুক্তিটি কতটুকু সাফল্য বয়ে এনেছে? আলোচনা করো।
বর্ণান্ধতা কী?
ডিএনএ টেস্ট বলতে কী বোঝায়?
উদ্দীপকের উদ্ভিদগুলোতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?
আমাদের দেশে কৃষি উন্নয়নে উক্ত প্রযুক্তিটি কতটুকু সাফল্য বয়ে এনেছে? আলোচনা করো।