(i) $2 \mathrm{NH}_{3} \rightleftharpoons \mathrm{N}_{2}+3 \mathrm{H}_{2} ; \Delta \mathrm{H}=+92.38 \mathrm{kJ}$
(ii) $\mathrm{Zn}+\mathrm{H}_{2} \mathrm{SO}_{4} \rightarrow \mathrm{ZnSO}_{4}+\mathrm{A} \uparrow$
(iii) $\mathrm{NaCl}+\mathrm{AgNO}_{3} \rightarrow \mathrm{NaNO}_{3}+\mathrm{B} \downarrow$
ক) মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে?
খ) পানির তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে সালফিউরিক এসিড যোগ করা হয় কেন?
গ) (i) নং বিক্রিয়ায় লা শাতেলিয়ার নীতি অনুযায়ী তাপ ও চাপের পরিবর্তন ঘটবে কী? ব্যাখ্যা করো।
ঘ) বিক্রিয়া সম্পূর্ণ করে A ও B নির্ণয় করো এবং তীর চিহ্ন উধ্বমুখী ও নিম্নমুখী হওয়ার কারণ বিশ্লেষণ করো।