একটি তাপসহ টেস্টটিউবে NH4Cl ও Ca(OH)2 এর মিশ্রণ নিয়ে উত্তপ্ত করা হলে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়।
ক) টয়লেট ক্লিনার কী ?
খ) বিক্রিয়ায় উৎপাদিত গ্যাসের দুটি বৈশিষ্ট্য লেখো।
গ) উদ্দীপকের ২য় যৌগটির 100g হতে কী পরিমাণ ব্লিচিং পাউডার তৈরি করা সম্ভব নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদিত গ্যাসের শিল্পোৎপাদনে লা-শাতেলিয়ের নীতির গুরুত্ব ব্যাখ্যা করো।