(i) $ \mathrm{FeCl}_{3} + \mathrm{H}_{2} \rightarrow \mathrm{FeCl}_{2} + \mathrm{HCl} $ (ii) $ \mathrm{CO}(\mathrm{g}) + \mathrm{H}_{2}(\mathrm{~g}) \rightarrow \mathrm{CH}_{3} \mathrm{OH}(\mathrm{g}) ; \Delta \mathrm{H}=(-) \text { ve } $
ক) বিক্রিয়ার হার কী?
খ) ইনাথল পানিতে দ্রবণীয় কেন? ব্যাখ্যা করো।
গ) দেখাও যে, বিক্রিয়া নং (i) এ জারণ - বিজারণ যুগপৎ ঘটে?
ঘ) উপরের (ii) নং বিক্রিয়ার সাম্যবস্থায় তাপমাত্রা ও চাপের কোনো প্রভাব আছে কি? বিশ্লেষণ করো।