৩০.৫ গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে ৭৩ গ্রাম হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া করানো হলো।
ক) পলিমার কাকে বলে?
খ) আণবিক ও স্থুল সংকেতের মধ্যে ২টি পার্থক্য লেখো।
গ) উদ্দীপকের বিক্রিয়ায় কোন বিক্রিয়কের কত মোল অবশিষ্ট থাকবে।
ঘ) উদ্দীপকের বিক্রিয়ায় প্রাপ্ত অম্লধর্মী উৎপাদটি জীবজগতের জন্য অপরিহার্য এবং ক্ষতিকর কথাটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।