একই স্থুল ও আণবিক সংকেতবিশিষ্ট এবং হাইড্রোজেন, সালফার ও অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগে 2.04% হাইড্রোজেন এবং 32.65% সালফার বিদ্যমান।
ক) দহন তাপ কী?
খ) প্রশমন বিক্রিয়া একটি নন-রেডক্স বিক্রিয়া কেন?
গ) উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো।
ঘ) কপারের সাথে যৌগটির লঘু অবস্থায় বিক্রিয়া না হলেও গাঢ় অবস্থায় বিক্রিয়া ঘটার কারণ সমীকরণসহ বিশ্লেষণ করো।