'আসিফ সুইটস' এর মালিক জনাব আসিফ মিষ্টি বিক্রির পাশাপাশি খাঁটি ঘি, মাখন বিক্রি করেন। অন্যদের মতো মিষ্টি, ঘি ও মাখনে ভেজাল করে না বলে তার দোকানের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে ও বিক্রয়ের পরিমাণ বেড়ে যায়। অপরদিকে তার মিষ্টি তৈরির কারখানাটির চতুর্দিকে দুর্গন্ধ ও পিপড়ার অত্যাচারে আশপাশের মানুষের বসবাস করা অসম্ভব হয়ে পড়ে। এক্ষেত্রে প্রতিবেশীরা আইনের আশ্রয় নেন।
ক) ইথস শব্দের অর্থ কী?
খ) মূল্যবোধ বলতে কী বোঝায়?
গ) উদ্দীপকে জনাব আসিফের ব্যবসায় পরিচালনার কোন দিকটি ফুটে ওঠেছে?
ঘ) জনাব আসিফের ব্যবসায় কার্যক্রমের ক্ষেত্রে কোন বড় সমস্যা প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।