জনাব আরিক বিদেশ থেকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি করে থাকেন। বিদেশ থেকে যে দামেই পণ্য ক্রয় করুক না কেন তিনি দেশে বিক্রয়ের সময় অতিরিক্ত মূল্য ধার্য করেন। তাছাড়া প্রায়ই ওজনে কম দেন, পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেন। অপরপক্ষে তার ভাই জনাব রাকিব বিদেশ থেকে মানসম্মত পণ্য আমদানি করে পণ্যের মজুত না করে স্বল্পমূল্যে জনগণের নিকট সরবরাহ করেন। জনাব রাকিবের ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধি পাওয়ায় কয়েকজন কর্মীকে নিয়োগ দেন।
ক) বাণিজ্য কী?
খ) আইনগত পরিবেশ বলতে কী বোঝায়?
গ) জনাব আরিকের ব্যবসায়ে কোন ধরনের অভাব পরিলক্ষিত হয়?
ঘ) উদ্দীপকে জনাব রাকিব ব্যবসায়ে কোন ধরনের দায়বদ্ধতা পালন করেছে বলে তুমি মনে করো?