জনাব মুন্না একজন পণ্য আমদানিকারক। আসন্ন রমজানকে সামনে রেখে তিনি বিদেশ থেকে সয়াবিন তেল আমদানি করেন এবং বেশি দাম পাওয়ার আশায় প্রচুর তেল মজুদ করে রাখেন। ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৩,০০,০০০ টাকা জরিমানা করে। এ ঘটনায় তার ব্যবসায়ের সুমান ক্ষুণ্ণ হয় এবং ব্যবসায়টি মুনাফা অর্জনে ব্যর্থ হয়।
ক) মানব আচরণের মানদণ্ড কোনটি?
খ) “শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ”- ব্যাখ্যা করো।
গ) জনাব মুন্না কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ) জনাব মুন্নার কার্যক্রম নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন করো।