এমরান সাহেব একটি খাবারের হোটেলের মালিক। হোটেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে অবস্থিত হওয়ায় যাত্রাপথে হোটেলের সামনে অনেক গাড়ি যাত্রা বিরতি দেয়। তিনি ক্রেতাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে খাবারের মান অক্ষুণ্ণ রাখেন। যাত্রীগণ হোটেলের বিভিন্ন খাবার সুলভ মূল্যে খেতে পেরে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া তিনি হোটেলে নিয়োজিত মহিলা বাবুর্চি ও অন্যান্য ব্যক্তিবর্গের কাজের সুবিধার জন্য আলাদা কক্ষ নির্ধারণ করেন। যারা দূর থেকে এসে হোটেলে কাজ করে তাদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা খরচ প্রদান ছাড়াও বছরে ২টি উৎসব বোনাস প্রদান করেন। ফলে একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে তাকে সমাজের মানুষ সম্মান ও শ্রদ্ধা করে।
ক) ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কী?
খ) জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা করো।
গ) এমরান সাহেবের মধ্যে ব্যবসায়ের কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের 'এমরান সাহেব এক দায়িত্বশীল ব্যবসায়ী' উক্তিটি মূল্যায়ন করো।