কোভিড-১৯ মহামারীতে মাস্ক, স্যানিটাইজার মানুষের নিত্যসঙ্গী হয়ে ওঠে। লিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাসরিন চীন থেকে বিপুল পরিমাণ মাস্ক আমদানি করেন এবং একজন কেমিস্টের পরামর্শে স্যানিটাইজার উৎপাদন শুরু করেন। এক্ষেত্রে তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেননি। স্বাস্থ্য বিভাগ থেকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হলে দেশে মাস্কের প্রচুর চাহিদা বাড়ে। এই সময়ে মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করে তিনি বড় অঙ্কের আয় করেন। তিনি আয়ের ১০ ভাগ টাকা কোভিড আক্রান্তদের জন্য গঠিত বিশেষ তহবিলে দান করেন।
ক) সামাজিক দায়বদ্ধতা কী?
খ) মূল্যবোধ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের কোন কাজটি নৈতিকতা পরিপন্থী? ব্যাখ্যা করো।
ঘ) "নাসরিনের ব্যবসায়ের সার্বিক কার্যক্রম ইতিবাচক” উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো।