মালেক মিয়া একজন পেঁয়াজ ব্যবসায়ী। মাঝে মাঝে তিনি VAT ফাঁকি দেন। তিনি বেশি লাভের আশায় প্রচুর পেঁয়াজ মজুদ করেন। এগুলো দেখাশোনার জন্য তিনি চার জন কর্মীকে প্রশিক্ষণের পর নিয়োগ দেন। তিনি সময়মতো তাদের পারিশ্রমিক দেন এবং স্বাস্থ্যগত সুবিধা ও থাকার স্থানের ব্যাপারে লক্ষ রাখেন। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তা বিক্রির সিদ্ধান্ত নেন। এমন সময় প্রশাসনিক লোক এসে তাকে ধরে নিয়ে যায়।
ক) রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়?
খ) একজন শিক্ষার্থীর আচরণের মানদণ্ড কী? ব্যাখ্যা করো।
গ) কোন ধরনের দায়বদ্ধতা থেকে মালেক মিয়া কর্মীদের পাশেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ) মালেক মিয়ার মধ্যে অভাবজনিত দায়বদ্ধতাই উদ্ভত পরিস্থিতির জন্য দায়ী — বিশ্লেষণ করো।