জনাব নোমান একজন মাছ ব্যবসায়ী। তিনি মাছে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না। তিনি সততার সাথে ব্যবসায় করেন। এছাড়াও তিনি কারো কাছ থেকে অর্থ ধার নিলেও সময়মতো ফেরত দিয়ে দেন।
ক) নৈতিকতা শব্দের অর্থ কী?
খ) ব্যবসায়ের ক্ষেত্রে চারটি নৈতিকতার নাম লেখো।
গ) জনাব নোমানের ব্যবসায় পরিচালনায় কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ) “জনাব নোমান সততা ও নিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ের সফলতা অর্জনে সক্ষম হবেন”- উক্তিটির সাথে তুমি কি একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও।