শচীন একজন লন্ড্রী দোকানদার। তার দোকানে ব্যবহৃত ইস্ত্রিটির গায়ে 220V 1000W লেখা আছে। এখানে V হচ্ছে ভোল্ট এবং W হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট।
ক) তড়িৎ মুদ্রণ কাকে বলে?
খ) এক কিলোওয়াট-ঘণ্টাকে জুলে প্রকাশ করো।
গ) শচীনের ব্যবহৃত ইস্ত্রিটির রোধ নির্ণয় করো।
ঘ) প্রতি ইউনিটের মূল্য ৬ টাকা হলে এবং ইস্ত্রিটি দৈনিক ৫ ঘণ্টা করে এক মাস ব্যবহার করলে কত বিল হবে নির্ণয় করো।
তড়িৎ মুদ্রণ কাকে বলে?
এক কিলোওয়াট-ঘণ্টাকে জুলে প্রকাশ করো।
শচীনের ব্যবহৃত ইস্ত্রিটির রোধ নির্ণয় করো।
প্রতি ইউনিটের মূল্য ৬ টাকা হলে এবং ইস্ত্রিটি দৈনিক ৫ ঘণ্টা করে এক মাস ব্যবহার করলে কত বিল হবে নির্ণয় করো।