আদৃতাদের বাসায় কাপড় ইস্ত্রি বাবদ লন্ড্রী খরচ দিতে হয় মাসিক ২২০ টাকা। সাশ্রয়ী হওয়ার জন্য আদৃতার বাবা একটি বৈদ্যুতিক ইস্ত্রি কিনে আনলেন যার গায়ে ১০০০W - ২২০V লেখা আছে। এটি প্রতিদিন ১৫ মিনিট চালানো হয়। উল্লেখ্য প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ ৫ টাকা।
ক) ব্যাটারি কী?
খ) তড়িৎ প্রলেপন বলতে কী বোঝায়?
গ) ইস্ত্রি ব্যবহারে মাসিক ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় করো।
ঘ) আদৃতার বাবা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে পেরেছিলেন কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
ব্যাটারি কী?
তড়িৎ প্রলেপন বলতে কী বোঝায়?
ইস্ত্রি ব্যবহারে মাসিক ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় করো।
আদৃতার বাবা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে পেরেছিলেন কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।