রিয়াদের বাসায় 100W এর চারটি ফ্যান এবং 60W এর পাঁচটি বাতি প্রতিদিন গড়ে ছয় ঘণ্টা জ্বলে। প্রতি ইউনিট বিদ্যুতের খরচ ৮.০০ টাকা। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে তিনি আইপিএস ও ইউপিএস নামক দুটি যন্ত্র ব্যবহার করেন।
ক) তড়িৎ ক্ষমতা কাকে বলে?
খ) এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা হয় কেন?
গ) উদ্দীপকের আলোকে জানুয়ারি মাসে রিয়াদ সাহেবের মাসিক বিদ্যুৎ বিল কত হবে নির্ণয় করো।
ঘ) সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে রিয়াদ সাহেব যে দুটো যন্ত্র ব্যবহার করেন গৃহস্থালির কাজে তাদের কোনটির ব্যবহার উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
তড়িৎ ক্ষমতা কাকে বলে?
এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা হয় কেন?
উদ্দীপকের আলোকে জানুয়ারি মাসে রিয়াদ সাহেবের মাসিক বিদ্যুৎ বিল কত হবে নির্ণয় করো।
সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে রিয়াদ সাহেব যে দুটো যন্ত্র ব্যবহার করেন গৃহস্থালির কাজে তাদের কোনটির ব্যবহার উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।