স্থানীয় রীতিতে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাতকে ৭,০৫,৯০,০০৭ লেখা হয়।
সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১,০০,০০০০।
স্থানীয় সংখ্যাপঠন রীতিতে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯,৯৯,৯৯৯ হতে পারে।
স্থানীয় রীতিতে সংখ্যা লেখার সময় ডান দিক থেকে প্রতি তিনটি অঙ্ক পর পর কমা বসানো হয় না।
স্থানীয় রীতিতে এককের স্থানে থাকা অঙ্কগুলো এক, দুই, তিন ইত্যাদি হিসাবে পড়া হয় না।