দুর্যোগ-A: বিশেষ ধরনের বৃষ্টিপাত যার পানিতে মাত্রাতিরিক্ত এসিড থাকে। দুর্যোগ-B: হঠাৎ সৃষ্ট কম্পন যা ভূ-পৃষ্ঠের আন্দোলন সৃষ্টি করে। দুর্যোগ-C: প্রচন্ড গতিবেগসম্পন্ন বাতাস যা প্রচণ্ড গতিবেগে ঘুরপাক খায়।
ক) খরা কাকে বলে?
খ) বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয় কেন? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের দুর্যোগ A এর কারণ ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের দুর্যোগ-B ও দুর্যোগ-C এর ফলাফল এক হলেও প্রকৃতি ভিন্ন-বিশ্লেষণ করো।
খরা কাকে বলে?
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের দুর্যোগ A এর কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকের দুর্যোগ-B ও দুর্যোগ-C এর ফলাফল এক হলেও প্রকৃতি ভিন্ন-বিশ্লেষণ করো।