জনাব পাভেল বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। তার কিছু সঞ্চিতি অর্থ আছে। এখন সে দেশে কিছু করতে চায়। কিন্তু অভিজ্ঞতা না থাকায় এবং ঝুঁকি থাকায় সে উৎসাহ পাচ্ছে না। অপরদিকে রমিজ উদ্দীন তার ব্যবসায় সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা পেতে এমন একটি সরকারি ব্যাংকে গিয়েছেন যেটি ৫০ হাজার থেকে ১০ কোটি টাকা ঋণ দেয়। এছাড়া এদেশের নাগরিক হতে হবে এমন যোগ্যতা ব্যাংকটি বিবেচনা করে থাকে।
ক) মাইডাস কী?
খ) এসএমই-কে কেন Employment Generating Machine হিসেবে বিবেচনা করা হয়?
গ) জনাব পাভেলের ব্যবসায় শুরু করার জন্য কোন ধরনের সহায়তার প্রয়োজন?
ঘ) রমিজ উদ্দীনের মতো ব্যক্তির ব্যবসায় প্রসারে উক্ত ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো।